Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

        ঝাঁপা ইউনিয়নটি কপোতাক্ষ নদীর তীর ঘেসে অবস্থিত। এখানে বর্তমান বিলিন হয়ে যাওয়া সেই কপোতাক্ষ নদীর অস্থিত্ব এখন ও পাওয়া যায়। যেটির শাখা হিসাবে বর্তমান ঝাঁপা বাওড় বাংলাদেশের মানচিত্রে নাম অংকন করে আছে। আর এ বওড়ের সাথে অনেক খাল সংযুক্ত আছে।  উক্ত খালগুলি প্রায় ৪৫একর জমি নিয়ে গঠিত। খাল গুলির একটি অত্র ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে প্রবাহিত হয়ে মাঠে গিয়ে মিশেছে। অন্যটি মানিকগঞ্জ গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বহুদুর গিয়ে মিশেছে। সাধারণ জনগন সেখান থেকে রান্নার পানি, মাছ ও মৌসুমী ফসল, ধান ইত্যাদি আহরণ করে থাকে।

        খাল ও নদীর উপর ভিত্তি করে অনেক পরিবার তাদের জিবীকা নির্বাহ করে থাকেন। অনেক জেলেরা তাদের রুজি রোজগার ও পেশা হিসাবে মাছ ধরাকে বেছে নিয়েছে।