Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ০৯ নং ঝাঁপা ইউনিয়ন

              মধু কবি মাইকেল মধু সূধনের মাতৃদুগ্ধ শ্রোতরুপী  কালের স্বাক্ষী বহনকারী কপোতাক্ষ নদের সাথে স্মৃতি বিজড়িত যশোর জেলার, মণিরামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ০৯ নং ঝাঁপা ইউনিয়ন এর ঝাঁপা বাওড় । মাতৃদুগ্ধ শ্রোতরুপী  কালের স্বাক্ষী বহনকারী কপোতাক্ষ নদের সাথে জড়িত ঝাঁপা বাওড়  আজ ঝাঁপা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বলে।

 

ক) নাম – ০৯ নং ঝাঁপা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২৯.৫৯ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৪,৬৭৫ জন (প্রায়) (২০০১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১০ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১০ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৪ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মটর সাইকেল,টেগার, নসিমন, মটরভ্যান/বাইসাইকেল।

জ) শিক্ষার হার – ৯১.৬৭%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

                       **সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৬ টি,

                       **বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০০    

                       **উচ্চ বিদ্যালয়ঃ ৭টি,

                       **মাদ্রাসা- ৪টি।

                       **কলেজ-  ১ টি

ঝ) ডিজিটাল সেন্টার ১টি

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ঝাঁপা বাওড়, যেখানে খয়রা মাছের একমাত্র জন্মস্থল।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৭৮।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ চেয়ারম্যান                 –১ জন।

               ২) নির্বাচিত পরিষদ সদস্য                         – ১২ জন।

               ৩) ইউনিয়ন পরিষদ সচিব                        – ১ জন।

               ৪) ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা                    –-২ জন।

               ৫) ইউনিয়ন গ্রাম পুলিশ                         – ৯ জন।

               ৬)  দফাদার                                   –- ১ জন